সেতু নির্মাণে দুর্নীতি তদন্তে দুদক চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ফেসবুক স্ট্যাটাস!

দুর্নীতি দমন কমিশন
দুর্নীতি দমন কমিশন

ক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়নের রায়পুর-পানপাড়া সড়কের জোড়পুল খালের ওপর একটি পরিবারের ৪জন সদস্যের চলাচলের জন্য চলতি অর্থ বছরে (২০১৬-১৭) ১৫ লাখ ৯১ হাজার ৭৬৮ টাকা ব্যয়ে ২০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। যার ৬০ শতাংশ নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিষয়টি জেলায় ব্যাপকভাবে লোকমুখে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতারাও! তাদেরই একজন জেলা আ,লীগের সদস্য মনিরুজ্জামান পাটোয়ারি। ৭ জুন বুধবার রাতে (Moniruzzaman Patwary )আইডি থেকে ফেসবুকে স্ট্যাটাস, “দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাহেবের হস্তক্ষেপ কামনা।” মানুষের মাঝে বিষয়টি নিয়ে সেতু দুর্নীতি ব্যাপক সমালোচনার জড় উঠে। যেখানে তিনি উল্লেখ করেছেন….

‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাকা সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ২০১৬-১৭ অর্থ বছরে কেরোয়া ইউনিয়নের রায়পুর-পানপাড়া সড়কের জোড়পুল খালের ওপর একটি পরিবারের ৪জন সদস্যের চলাচলের জন্য ১৫ লাখ ৯১ হাজার ৭৬৮ টাকা ব্যয়ে ২০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ইতোমধ্যে সেতুটির ৬০ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অথচ ওই ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্রিজের অভাবে সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ক্ষুদে শিক্ষার্থীরা শাঁকো পার হয়ে স্কুলে যেতেপ্রতিদিন হিমশিম খেতে হয়।

রাষ্ট্রীয় অর্থের এ ধরনের অপচয়ের ঘটনায় লক্ষ্মীপুর জেলাব্যাপী চরম অসন্তোষ দানাবেঁধে উঠতে শুরু করেছে। এ বিষয়ে জাতীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ
প্রকাশিত হয়েছে। যার প্রেক্ষিতে এ ঘটনাটি সরেজমিনে তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাহেবের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’

সর্বশেষ আপডেট: ৯ জুন ২০১৭, ০৯:৫৮
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন