লন্ডনে সংসদ ভবনের কাছে ‘সন্ত্রাসী হামলা’

• সংসদ ভবন প্রাঙ্গণে ছুরির আঘাতে পুলিশ অফিসার নিহত। • আক্রমণকারীকে পুলিশ গুলি করেছে বলে খবর। • সংসদ কার্যক্রম স্থগিত এবং গোটা ভবন বন্ধ করে দেয়া হয়েছে। • ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর একটি গাড়ি মানুষের মধ্যে চালিয়ে দেয়া হলে একজন নারী নিহত। • টিউলিপ সিদ্দিক নিরাপদ আছেন।

লন্ডনে সংসদ ভবনের কাছে গুলি এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর গাড়ি হামলা। পুলিশ অফিসারসহ চার’জন নিহত। এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত।

লন্ডন হামলা: এখন পর্যন্ত কী জানা যাচ্ছে

লন্ডনে পার্লামেন্ট ভবনের চত্বরে একজন পুলিশকে ছুরিকাঘাত করা হয়েছে। হামলাকারী কাছেই এক সেতুর উপর একটি গাড়ি তুলে দিয়ে কয়েকজন পথচারীর উপর গাড়ি চালিয়ে দেয়। একজন মহিলা পথচারী পরে মারা গেছেন।

লন্ডনে স্থানীয় সময় বিকাল পৌনে তিনটা নাগাদ দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে।

ওয়েস্টমিনস্টারে সংসদ চত্বরে এক ব্যক্তি একজন পুলিশকে ছুরিকাঘাত করেছে।

পার্লামেন্ট হাউসের চত্বরেই পুলিশ সদস্যরা হামলাকারীকে গুলি করেছে।

পুলিশ এই হামলার ঘটনাকে “সন্ত্রাসী হামলা” বলে দেখছে।

হামলাকারী নিকটবর্তী ওয়েস্টমিনস্টার সেতুর উপর ছাই রঙা একটি হাউন্ডাই গাড়ি নিয়ে উঠে বেশ কিছু পথচারীর উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয়।

এরপর গাড়িটি সে সেতুর রেলিংএ বিধ্বস্ত করে দেয়। পথচারী একজন মহিলা যাকে গাড়ি দিয়ে পিষে দেওয়া হয়েছিল তিনি মারা গেছেন বলে পরে জানা গেছে।

হামলাকারী গাড়িটি রেলিংয়ে মারার পরপরই ওয়েস্টমিনস্টার সংসদ ভবনের ফটক দিয়ে ঢুকে পড়ে এবং একজন পুলিশ অফিসারকে ছুরি মারে বলে খবরে বলা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন লোকটি হাতে ছুরি ধরা অবস্থায় দ্বিতীয় আরেকজন পুলিশ সদস্যের দিকে এগিয়ে গেলে পুলিশ তাকে গুলি করে।

সংসদের উভয় কক্ষ, হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস বন্ধ করে রাখা হয়েছে। কাছের সেন্ট টমাস হাসপাতাল এলাকাও বন্ধ করে দেওয়া হয়েছে।

জনসাধারণকে ওই এলাকায় যেতে বারণ করা হচ্ছে এবং ওই এলাাকর ওয়েস্টমিনস্টার পাতাল রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

বিকাল পৌনে তিনটা নাগাদ গুলি যখন চলছিল তখন একটি জাগুয়ার গাড়ি প্রধানমন্ত্রী টেরেসা মে-কে নিয়ে সংসদ ভবন চত্বরে ঢোকে। প্রধানমন্ত্রী ঠিক আছেন বলে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে।

ওয়েস্টমিন্সটার ব্রিজ এবং পার্লামেন্ট স্কয়ারের দিকের রাস্তায় অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের সেবা দিচ্ছে, যেখানে একটি গাড়ি পথচারীদের ওপর চালিয়ে দেয়া হলে দুজন মারা যায়।

পুলিশসহ কয়েকজন হতাহত

পুলিশ বলছে কয়েকজন হতাহত হয়েছে যাদের মধ্যে পুলিশ অফিসার রয়েছে। তবে তারা নিশ্চিত করে এখনো কিছু বলছে না।

আওয়াজ শুনে কী ভেবেছিলেন একজন প্রত্যক্ষদর্শী

একজন প্রত্যক্ষদর্শী, পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লো সিকোরস্কি বলছেন আমার আওয়াজ শুনে মনে হয়েছিল গাড়িতে ধাক্কা লেগেছে।

একজন পথচারী নিহত, আহত দশজন

ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর হামলাকারী পথচারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবার ঘটনায় একজন মহিলা পথচারী মারা গেছেন এবং অন্তত দশজন আহত হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীর মোকাবেলায় পুলিশ

সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে ফরাসি শিক্ষার্থী রয়েছেন

ফরাসি প্রধানমন্ত্রী বানার্ড ক্যাজেনাউভ এ খবরের সত্যতা স্বীকার করেছেন যে ওয়েস্টমিনস্টার হামলায় আহতদের মধ্যে ফরাসি শিক্ষার্থী রয়েছেন।

টিউলিপ সিদ্দিক নিরাপদ

ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনী, হামলার সময় সংসদ ভবনে ছিলেন। পরে তিনি টুইটারে মেসেজ দেন যে তিনি নিরাপদ আছেন। তার খোঁজ নেবার জন্য তিনি সবাইকে ধন্যবাদ দেন।

টেমস নদীতে পুলিশের প্যাট্রোল বোট নামানো হয়। একজন নারী নদীতে লাফিয়ে পরার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

টেমস নদী থেকে এক নারীকে ‘টেনে তোলা হয়েছে’

ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে টেমস নদী থেকে উদ্ধারের পর একজন মহিলাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলাকারী ক’জন ছিল?

প্রত্যক্ষদর্শীরা দুজন হামলাকারীর কথা বলছে।

বিবিসির ড্যানিয়েল স্যানফোর্ড বলছেন সংসদের উপর হামলার ঘটনায় সম্ভবত দুইজন জড়িত ছিল।

তিনি বলছেন প্রত্যক্ষদর্শীরা তাদের বিবরণে একজন “টাকমাথা শ্বেতাঙ্গ” ব্যক্তি এবং এবং আরেকজন “অল্প দাড়িওয়ালা কৃষ্ণাঙ্গ” ব্যক্তির জড়িত থাকার কথা বলেছেন।

ড্যানিয়েল স্যানফোর্ড জোর দিয়ে বলেছেন যদিও বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু এই দুই ব্যক্তি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে সম্ভবত “খুবই দ্রুত-গতিতে” গাড়ি চালিয়ে যায় এবং আনুমানিক আটজন পথচারীকে ধরাশায়ী করে।

এর অল্পক্ষণের মধ্যেই গাড়িটি সংসদ ভবনের রেলিং-এ গিয়ে ধাক্কা মারে।

পুলিশ অফিসার নিহত

লন্ডনে সংসদ ভবনের কাছে ছুরির আঘাতে আহত পুলিশ অফিসার মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিকেল পৌনে তিনটার দিকে পুলিশ অফিসার আক্রান্ত হন।

পুলিশ এবং হামলাকারীসহ চারজন নিহত

লন্ডন পুলিশ কর্তৃপক্ষ বলছে, সংসদ ভবনের কাছে এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলায় চারজন মারা গেছেন। তাদের মধ্যে একজন পুলিশ অফিসার, একজন হামলাকারী এবং দু’জন পথচারী রয়েছেন। মেট্রোপলিটান পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মার্ক রোলি বলেছেন, ২০জন আহত হয়েছে।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এই হামলার নিন্দা করেছে।

ব্রিটেনের মুসলিম কাউন্সিল এক বিবৃতি দিয়ে এই হামলার নিন্দা করেছে। এখনও পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

মুসলিম কাউন্সিল তাদের বিবৃতিতে বলেছে ওয়েস্টমিনস্টারের ঘটনায় তারা স্তম্ভিত ও মর্মাহত। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি। হামলার উদ্দেশ্য নিয়ে আঁচ অনুমান করার সময় এখনও আসেনি। হতাহতদের প্রতি আমাদের সমবেদনা। পুলিশ এবং জরুরি সেবাব্যবস্থার সঙ্গে জড়িতরা যেভাবে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে তার আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। প্যালেস অফ ওয়েস্টমিনস্টার আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ। দেশ ও দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা যাতে কাজ করতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

অ্যাম্বুলেন্স কর্মীরা বেশ কয়েকজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়, যাদের ওপরে গাড়িটি তুলে দেয়া হয়।

আহতদের সেবায় অ্যাম্বুলেন্স কর্মী

পথচারীদের উপর দিয়ে হামলাকারী গাড়ি চালিয়ে দেবার পর ওয়েস্টমিন্সটার ব্রিজ ও পার্লামেন্ট স্কোয়ারের সামনের রাস্তায় আহতদের জরুরি সেবা দিচ্ছেন অ্যাম্বুলেন্স কর্মীরা।

রাস্তা বন্ধ করে দেয়ার ফলে অনেক পর্যটক এবং লন্ডনবাসী আটকে যায়।

রাস্তা বন্ধ করে দেয়ার ফলে অনেক পর্যটক এবং লন্ডনবাসী আটকে যায়।

সর্বশেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭, ০৭:১৭
বিবিসি বাংলা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন