শিশুর নাম ‘এশিয়ান গেমস’!

ইন্দোনেশিয়ায় নবজাতকের নাম ‘এশিয়ান গেমস’ রেখেছেন এক খেলাপাগল দম্পতি। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শনিবার জাকার্তায় এশিয়ান গেমসের ১৮তম আসরের উদ্বোধন হয়েছে। এই আয়োজনের সহযোগী শহর হচ্ছে পালেম্বাং। প্রায় এক মাস আগে পালেম্বাংয়ে জন্ম হয় ওই শিশুর।

মঙ্গলবার শিশুটির বাবা-মা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকে ঘন্টা আগে তারা তাদের সন্তানের পূর্ণ নাম ঠিক করেছেন। তার পুরোনাম হচ্ছে আবিদাহ এশিয়ান গেমস।

শিশুটির বাবা ইয়োরদানিয়া ড্যানি বলেন, ‘আমরা ইতিমধ্যে তার নামের প্রথম অংশ রেখেছিলাম কিন্তু শেষাংশ ঠিক করিনি।’

এশিয়ান গেমসের এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ড্যানি বলেন, ‘এ ধরণের আয়োজন বিরল। এটা কেবল কয়েক বছর পরপর হয়। এটা পালেম্বাংয়েও হয়নি। পালেম্বাংয়ের জন্য এ ধরণের আয়োজন বিরল।’

ভবিষ্যতে শিশুটিকে খেলাধুলায় উৎসাহ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শিশুটির মা ভিরা বলেন, ‘তার যদি মেধা ও উৎসাহ থাকে তাহলে আমরা সমর্থন দেব এবং উৎসাহ দেব।’

সর্বশেষ আপডেট: ২১ আগস্ট ২০১৮, ১৯:২৭
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন