আজ ব্রাজিলই জিতবে: তাসকিন

আজ রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম। জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ব্রাজিলের সমর্থক। তার বিশ্বাস, বেলজিয়ামকে হারিয়ে ব্রাজিল সেমিফাইনাল নিশ্চিত করবে, ‘আশা করি, ব্রাজিল ২-১ অথবা ৩-২ গোলে জিতবে।’

তবে তাসকিন মনে করেন, ব্রাজিলের জয়টা সহজে আসবে না। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘বেলজিয়ামের সঙ্গে ম্যাচটা হয়তো সহজ হবে না, তবে ব্রাজিলই জিতবে। ওরা (বেলজিয়াম) গতিময় ফুটবল খেলে, তাই ব্রাজিলকে সতর্ক হয়ে পুরো ম্যাচ খেলতে হবে। বেলজিয়ামের ডিফেন্স তেমন ভালো নয়। অন্যদিকে ব্রাজিলের ডিফেন্স বেশ শক্তিশালী। ডিফেন্স ঠিক রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারলেই জয় আসবে।’

টাইব্রেকার মানেই টানটান উত্তেজনা, দমবন্ধ হওয়ার উপক্রম! ব্রাজিলকে তাই কিছুতেই টাইব্রেকারের কঠিন পরীক্ষার সামনে দেখতে চান না তাসকিন, ‘টাইব্রেকার চলার সময় প্রতিটি সেকেন্ড খুব টেনশনে কাটাতে হয়। আমি কিছুতেই চাই না, আজকের ম্যাচটা টাইব্রেকারে গড়াক।’

ব্রাজিলের ম্যাচ বাসার সবাইকে নিয়ে দেখেন তাসকিন। মোহাম্মদপুরের বাসার হলরুমে প্রোজেক্টরে খেলা দেখার কথা জানালেন তিনি, ‘সবাই মিলে প্রোজেক্টরে খেলা দেখবো। দোতলার হলরুমে প্রোজেক্টর আছে। সেখানেই সব ফ্ল্যাটের বাসিন্দারা একসঙ্গে খেলা দেখি। হলরুমে চিৎকার-চেঁচামেচি করে খেলা দেখার মজাই আলাদা। এই আনন্দ অন্য কিছুতে পাওয়া যায় না।’

তাসকিনের বাসায় তিন দলের সমর্থক। তাসকিনের বাবা-মা আর্জেন্টিনার সমর্থক। তার স্ত্রী পতুর্গালের সমর্থক, আর তাসকিন ও তার দুই বোন ব্রাজিলের ভক্ত। নিজেই হেসে বললেন, ‘আব্বা-আম্মা দুজনই আর্জেন্টিনার সাপোর্টার। আজ তারা বেলজিয়ামকে সাপোর্ট করবে, ব্রাজিল খারাপ খেললে আমাদের খেপাবে। আমি অবশ্য এসব পাত্তা দেই না। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। ব্রাজিলকে সাপোর্ট করতে পেরে আমি গর্বিত।’

সর্বশেষ আপডেট: ৬ জুলাই ২০১৮, ২০:১১
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন