টাইব্রেকার লটারিতে শেষ আটে ইংল্যান্ড, কলম্বিয়া নকআউট!

ইংল্যান্ড ১ (৪) : কলম্বিয়া ১ (৩)

এই বিশ্বকাপ তাহলে সব উত্তেজনা জমিয়ে রেখেছে ম্যাচের শেষ মিনিটের জন্যই?

যখন মনে হচ্ছে খেলা শেষ প্রায় , ঠিক তখনই মুহূর্তের মধ্যেই বদলে যাচ্ছে ম্যাচের চিত্র। ইনজুরি টাইমে গোল হচ্ছে। শেষ মিনিটে গোল হচ্ছে। কয়েক সেকেন্ড বাকি তখনই গোল! শেষ মিনিটের সেই নাটকীয়তা দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচটায় আরেকবার দেখল রাশিয়া বিশ্বকাপ। দ্বিতীয়ার্ধে স্ট্রাইকার হ্যারি কেনের পেনাল্টি থেকে পাওয়া গোলে ইংল্যান্ড ম্যাচ প্রায় জিতেই যাচ্ছিল ১-০ গোলে। কিন্তু ইনজুরি টাইমের শেষ মিনিটে কলম্বিয়ার ইয়েরি মিনা খাদের কিনার থেকে দলকে উদ্ধার করেন। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করে ম্যাচে সমতা আনেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়।

ত্রিশ মিনিটের এই সময়টায় উভয় দল গোলের সুযোগ নষ্ট করে। ম্যাচের ফয়সালা হয় টাইব্রেকারের লটারিতে। যে লটারিতে এর আগে কখনোই বিশ্বকাপে জেতেনি। এবার জিতল! টাইব্রেকারে ৪-৩ গোলে এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে এল ইংল্যান্ড। আর বিশ্বকাপ থেকে বিদায় নিল কলম্বিয়া

সর্বশেষ আপডেট: ৪ জুলাই ২০১৮, ১০:০০
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন