ডিএসইতে ৯০০ কোটি টাকার বেশি লেনদেন

সপ্তাহের শেষ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৩ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ২৬১ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে প্রায় ১ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬১ কোটি ৬১ লাখ টাকা বেশি।

লেনদেনে অংশ নেয় ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭২ কোটি ৬৩ লাখ টাকা বেড়ে ১৩৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৪৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫০৪ পয়েন্টে অবস্থান করছে।

সর্বশেষ আপডেট: ৫ জুলাই ২০১৮, ১৯:১৭
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন