ঢাবিতে বিজেএসসির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাবিতে বিজেএসসির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
ঢাবিতে বিজেএসসির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সাংবাদিকদের সততা ও সাহসিকতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলোতে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, একজন ভাল সাংবাদিক হতে হলে অবশ্যই তাকে সৎ ও সাহসী হতে হবে। তাকে সত্যনিষ্ট হতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সততা ও সাহসিকতায় নির্ভর করে এগিয়ে যেতে হবে। সততা ও সাংবাদিকতা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।

বিজেএসসির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সাংবাদিকতা শিক্ষার কোনো শেষ নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রে এ শিক্ষা অর্জিত হয়। যে উদ্দোগে তোমরা সংগঠনটি গড়ে তুলেছো আশা করি সে উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে যাবে। তোমাদের নেতৃত্বেই এ সংগঠন আরো দৃঢ়ভাবে সংগঠিত হবে।

বিজেএসসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে কেক কাটেন সাবেক এই উপাচার্য। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং বিজেএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক মফিজুর রহমান, প্রভাষক আসাদুজ্জামান কাজল, বিজেএসসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ প্রমুখ।

সর্বশেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭, ০৯:১২
ইমরান খান
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন