ইতিহাস ও ঐতিহ্য নিয়ে শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘মহাস্থান’

ইতিহাস ও ঐতিহ্য নিয়ে শিল্পকলা একাডেমির প্রযোজিত নাটক ‘মহাস্থান’
ইতিহাস ও ঐতিহ্য নিয়ে শিল্পকলা একাডেমির প্রযোজিত নাটক ‘মহাস্থান’

ইতিহাস ও ঐতিহ্য নিয়ে শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘মহাস্থান’। বগুড়া জেলার মহাস্থানগড়ের বাসুবিহারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী এপ্রিল মাসের ৬ ও ৭ তারিখ। নাটকটি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাটলিপি করেছেন সেলিম মোজাহার, সংগীত পরিচালনা করেছেন কমল খালেদ।

ঢাকার ৫০ জন ও বগুড়ার ৭০ জন অভিনয়শিল্পী এবং ঢাকার ৩০ জন ও বগুড়ার ৬০ জন নৃত্যশিল্পী এই নাটকে কাজ করবে। জাতীয় নাট্যশালায় প্রায় দশ মাস রিহার্সেল করে ঢাকার অভিনয়শিল্পীরা এখন পুরোপুরি প্রস্তুত। রিহার্সেলের জন্য প্রদর্শনীর পাঁচ দিন আগেই বাসুবিহারে যাবে পুরো “মহাস্থান” টিম। পোষাক,শব্দ, আলো,প্রযুক্তি ইত্যাদি ব্যবস্থাপনায় কাজ প্রায় শেষের দিকে। প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছিল, সকলেই প্রস্তুত প্রদর্শনীর জন্য। বিশাল জায়গা জুড়ে নাটকটি প্রদর্শিত হবে, প্রায় ৩০ হাজার বর্গফুট জুড়ে। খ্রিস্টপূর্ব চার শতক থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়কাল প্রায় দুই ঘন্টায় নাটকের মাধ্যমে দেখানো হবে। নির্দেশক জানান, নাটকটি দেখে দর্শক বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাবে।

সর্বশেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮, ১৭:৪৪
মাজহারুল ইসলাম তামিম
সাংস্কৃতিক প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন