এসএসসি’র প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং সেন্টারের দুই শিক্ষক রিমান্ডে

শিক্ষকের মোবাইলে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।Jim Naylor
শিক্ষকের মোবাইলে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
শিক্ষকের মোবাইল ফোনে পাওয়া ইংরেজী প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক কেচিং সেন্টারের দুই শিক্ষক রুবেল হোসেন ও শরিফুল ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক নাজনীন রেহেনা এই আদেশ দেন।

গত সোমবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শুরুর আগ মুহূর্তে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় সিংগাইর উপজেলার ফ্রেন্ডস কোচিং সেন্টারের শিক্ষক রুবেল হোসেন ও শরিফুল ইসলামকে স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে পুলিশ তাদের আটক করে। পুলিশ তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বই জব্দ করে। শিক্ষকের মোবাইলে পাওয়া ইংরেজী প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সিংগাইর থানায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠান।

সর্বশেষ আপডেট: ৮ ফেব্রুয়ারী ২০১৮, ০৮:৫৭
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন