সম্প্রচার মাধ্যম পৃথিবীকে একীভুত করেছে: আরেফিন সিদ্দিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে বুধবার জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে নবীন বরণ, অগ্রায়ণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, দেশ ও জাতির প্রয়োজনে সাংবাদিকতায় পুরোপুরি সত্য হতে হবে। শতভাগ সত্য সংবাদ পরিবেশন করতে হবে। একজন মানুষ হিসেবে সাংবাদিককে মানব দরদী, প্রাণ দরদী হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যোগাযোগ শিক্ষা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। বর্তমানে সম্প্রচার মাধ্যম পৃথিবীকে একীভুত করেছে। সাংবাদিকতায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমানে সাংবাদিকগণ সংবাদের উৎসে পৌঁছে সেখান থেকেই সংবাদ পরিবেশন করছেন।

বিভাগীয় সভাপতি উজ্জ্বল কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অসিত বরণ পাল । অনুষ্ঠানে ভিসি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭, ০০:০৮
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন