বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফরে ৭ই এপ্রিল দিল্লি যাবেন।
মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে দুই দেশের সরকার প্রধান ৮ই এপ্রিল আনুষ্ঠানিক বৈঠক করবেন।
এর আগে শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারি মাসে ভারত সফর করেছিলেন। নরেন্দ্র মোদি দু’বছর আগে বাংলাদেশ সফর করেন।
সফরের সময় দু’পক্ষের মধ্যে নির্দিষ্ট কোন্ বিষয়ে আলোচনা হবে সেটা যৌথ ঘোষণায় বলা হয়নি।
তবে দিল্লি এবং ঢাকার মিডিয়ায় সম্প্রতি বলা হয়েছে আলোচনায় দু’দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে একটি চুক্তির বিষয় থাকতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে চুক্তির ওপর পুনরায় জোর দেয়া হবে বলেও ধারনা করা হচ্ছে।








পাঠকের মন্তব্য