অঁজো পাড়া গাঁয়ের খোঁজে

অঁজো পাড়া গাঁয়ের খোঁজে।
অঁজো পাড়া গাঁয়ের খোঁজে।

চলো আামার আধুনিক বন্ধুরা একদিন ঘুরে আসি অজো পাড়া কোন গ্রাম থেকে। যেখানে এসি/ফ্যানের হাওয়া নেই। আছে প্রকৃতির হিমেল হাওয়া। নেই বৈদ্যুতিক ঝলকানি। আছে নিকষ কালো আধারের মাঝে কুপি বাতির টিমটিম আলো। নেই দামি ব্র্যান্ডের সিগ্রেট। আছে বিড়ির ধোয়া বা হুক্কার গড়গড়ি আওয়াজ। নেই রোষ্ট পোলাও। আছে কাঁচা লংকা সহ আলুর ছানার পান্তা ভাত। আর ফরমালিন মুক্ত দেশী মাছ, ঢেকি ছাটা মোটা চালের মৌ মৌ গন্ধ ভরা দুপুর/রাতের খাবার।

যেখানে নেই স্বার্থ আর কৃত্রিমতা মেশানো সম্পর্ক। আছে বুক ভরা ভালোবাসা সহ গায়ের মানুষের সহজ সরলতা…… যে গ্রামের মানুষের গোলা ভরা ধান আছে, গোয়াল ভরা গরু আছে,পুকুর ভরা মাছ আছে। যে গ্রামে বাঁশের সাকো দিয়ে রাস্তা পার হতে হয়।যেখানে বিনোদনের একমাত্র মাধ্যম যাত্রাপালা। যে গ্রামে ছেলে মেয়েরা এখনো মক্তবে যায়। মেয়েরা রাখালিয়া মেঠো পথে কলসি ভরে পানি আনতে যায়। কৃষকেরা হালচাষে ব্যস্ত, কৃষানীর ব্যস্ততা নতুন ধানের আগমনে নবান্নের উৎসবে। যে গ্রামে যোগাযোগের একমাত্র মাধ্যম পোষ্ট অফিস আর চিঠি। যে গ্রামে এখনো কবিরাজি চিকিৎসা চলে।যে গ্রামে প্রবীণ বৃদ্ধরা এখনো দিন পন্জিকা দেখে সময়ের হিসেব করে। কেউ আমাকে নিয়ে যাও সেই গাঁয়ে, এই যান্ত্রিক যুগ আমার সম্পূর্ণ বিপরীতে।

সর্বশেষ আপডেট: ৭ অক্টোবর ২০১৭, ২২:১০
আবু সাঈদ শোভন
সোনাগাজী প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন