হাতিয়ায় নৌকাডুবি : ৪ জেলের মৃত্যু

  • উপকূল
  • ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৬
  • আহসান হাবিব রুবেল
  • ২৯৯৬ বার পঠিত
  • মন্তব্য

জেলার হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট এলাকায় মাছ ধরার নৌকা ডুবে চার জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। মৃত জেলেরা হলেন-কামরুল (১৮), সম্পদ (২০), রাশেদ (২৫) ও রাকিব (১৬)।

হাতিয়া থানার ওসি আবদুল মজিদ ও স্থানীয়রা জানায়, মেঘনায় মাছ ধরা শেষে আজ ভোরে জনতার ঘাট এলাকায় নৌকাটি নোঙর করে জেলেরা ঘুমাচ্ছিল। হঠাৎ ঝোড়ো হাওয়া ও জোয়ারের তীব্রতা বেড়ে নৌকাটি পাড়ে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় ছয়জন মাঝি মাল্লার মধ্যে চারজন নিখোঁজ হয়। বাকি দুজন তীরে উঠতে সক্ষম হয় ।

পরে আজ সকালে স্থানীয় লোকজনের সহয়োগিতায় পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টার পর ডুবে যাওয়া নৌকটি তীরে তুলে চার জেলের লাশ উদ্ধার করে।

মৃত জেলেদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চানন্দি ইউনিয়নের মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. হানিফ।

সর্বশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৬
আহসান হাবিব রুবেল
হাতিয়া উপজেলা প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন