হাতীবান্ধায় বিড়ি শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

হাতীবান্ধায় বিড়ি শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ।
হাতীবান্ধায় বিড়ি শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ।

এবারের বাজেটে সিগারেটের তুলনায় বিড়ির উপর বৈষম্যমুলক শুল্ক নীতি ঘোষনার প্রতিবাদে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় উপজেলায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে বিড়ি শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে স্থানীয় মেডিকেল মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন, জাতীয় বিড়ি শ্রমিক ফেডারেশনের হাতীবান্ধা উপজেলা সভাপতি নারায়ন চন্দ্র ও সম্পাদক আমিনুর রহমান।
শ্রমিকরা বলেন, এবারের বাজেটে সিগারেটে মাত্র ২৮ % শুল্ক ধরা হয়েছে, অথচ বিড়িতে শুল্ক ধরা হয়েছে ১৯৫%। ফলে সারা দেশে প্রায় ২৫ লক্ষ বিড়ি শ্রমিক বেকার হয়ে যেতে বসেছে। বিড়ি শিল্প বন্ধ করার আগে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরী করতে হবে। এ বৈষম্য নীতির জন্য অর্থমন্ত্রী দায়ী।

সর্বশেষ আপডেট: ২ জুন ২০১৭, ০০:১০
মাহমুদ হাসান
লালমনিরহাট প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন