![]()
নীলফামারী: ডিমলা উপজেলার ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের কান ধরে উঠবস করিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষরা হলেন- ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু জাফর মো: মোতাসিম বিল্লাহ্, সহকারী শিক্ষক আবুল কাশেম ও মঞ্জুশ্রী রায়।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি-২০২৬) সকালে বিদ্যালয়ের মাঠে ৬ষ্ঠ শ্রেণি ছাত্রী আরাবি ইসলাম ও ৮ম শ্রেণির ছাত্রী আফিফা ইসলামসহ বিভিন্ন শ্রেণির বেশ কয়েকজন ছাত্রীদের জুতার রং বেমিল এমন অজুহাতে একাধিকবার কান ধরে উঠ-বস করানো এবং ছাত্রীদের সূর্যের দিকে তাকিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়।
এ বিষয় আরাবি ও আফিফা ইসলামের পিতা আশিক-উল ইসলাম লেমন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযুক্ত ৩জন শিক্ষকগনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু জাফর মো: মোতাসিম বিল্লাহ সাথে মুঠোফোনে কথা বললে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
ঘটনার পর ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সহিত কথা বললে তিনি সংবাদকর্মীদের জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া আইনত দন্ডনীয় এবং নৈতিকভাবেও অপরাধ।








পাঠকের মন্তব্য