জেলায় জেলায় ক্ষেতমজুরদের বিক্ষোভ, বাজেটে পৃথক বরাদ্দের দাবি

আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পর্যাপ্ত, পৃথক বরাদ্দের দাবীতে আজ ২৪ মে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন জেলায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বছর বছর বাজেট হয়, কিন্তু দেশের বেশিরভাগ গরিব-অসহায় ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুররা প্রতিবারই অবহেলার পাত্র হিসেবে থাকে। কোন সরকারই ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা দিতে পারেনি। নেতৃবৃন্দ অবিলম্বে পল্লী রেশনিং, ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি‘, স্বাস্থ্য সুবিধা, গ্রামীণ প্রকল্প ও কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি করার দাবি জানান। সমাবেশ শেষে লাল পতাকাসহ জেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেই বরাদ্দ যেন প্রকৃত ক্ষেতমজুরসহ গরিব মানুষ পায় তার নিশ্চয়তা দাবি করেন। পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পটুয়াখালী, মানিকগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় এ কর্মসূচী পালিত হয়। এসব সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা পরেশ কর, শাহাবুদ্দিন আহমদ, ডঃ আবু তাহের, মজিবুল হক, হাফিজার রহমান দুদু, ডা. প্রদীপ ভৌমিক, আনোয়ার হোসেন, গোলাম হক, মোজহারুল হক, নজরুল ইসলাম, সাহা সন্তোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেট: ২৪ মে ২০১৭, ২০:৫৭
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন