স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক সেমিনার

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক সেমিনার।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক সেমিনার।

বিশ্ব পরিবেশ দিবস’১৭ কে সামনে রেখে গতকাল (মঙ্গলবার) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ‘পরিবেশ অধিদপ্তর’, ‘বন ও পরিবেশ মন্ত্রণালয়’ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘পরিবেশ বিজ্ঞান’ বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ‘’প্রকৃতি, পরিবেশ এবং জীব-বৈচিত্র্য সংরক্ষন ও উন্নয়ন’’ বিষয়ক সেমিনার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীরা, প্রকৃতি এবং পরিবেশ রক্ষার প্রতি জোড় দিয়ে বলেন, ‘’যেহেতু প্রকৃতি ,পরিবেশ এবং জীব-বৈচিত্র্যের সাথে আমরা ওতপ্রতভাবে জড়িয়ে আছি, সেহেতু প্রকৃতি ও পরবেশ নিয়ে আমাদেরকেই ভাবতে হবে , ভাবতে হবে অতি গুরুত্ব সহকারে’’।
প্রধান অতিথীর বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ইসতিয়াক আহমেদ পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে বলেন, ‘ অতিতের মত সরকার এখনো পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বদ্ধপরিকর, তাই কাল বিলম্ব না করে আমাদের সকলের উচিত পরিবেশ রক্ষায় এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা’।
সভাপতির বক্তব্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ বলেন , ‘প্রকৃতি, পরিবেশ এবং জীব-বৈচিত্র্য রক্ষা করতে হলে আমাদের জন-সচেতনতার পাশাপাশি আইনের সঠিক ও সুষ্ঠ প্রয়োগের উপরও জোর দিতে হবে’।
বিশেষ অতিথীর বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক রইছউল আলম মন্ডল বলেন,’ প্রকৃতি ও পরিবেশ রক্ষা আন্দলন সফল করতে আমাদের সবার আগে জন-সচেতনতা বাড়াতে হবে’।
অপর বিশেষ অতিথীর বক্তব্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কে. মওদুদ এলাহী বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর সেই উক্তিটি(এই পৃথিবী থেকে আমাদের অন্য গ্রহে স্থানান্তরিত হতে হবে) সবার সামনে তুলে ধরে বলেন ,’এ থেকেই বোঝা যায় পরিবেশ নিয়ে ভাবাটা মানুষের জন্য কতটা জরুরী হয়ে পরেছে’।
অনুষ্ঠানে গবেষনামূলক বিভিন্ন প্রামান্যচিত্র তুলে ধরেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. গুলশান আরা লতিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম শহিদুল ইসলাম এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘পরিবেশ বিজ্ঞান ‘ বিভাগের চেয়ারমেন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলেন ,পরিবেশ অধিদপ্তরের অতিঃ মহাপরিচালক অমিত কুমার বর্মন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারমেন ড. কামরুদ্দিন নুর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীগন।
পরিবেশ নিয়ে কাজ করায় পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

সর্বশেষ আপডেট: ২৪ মে ২০১৭, ০৯:৩৪
মামুনুর রশিদ
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী শাখা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন