স্টামফোর্ড সিএসই’র ৫৩ ব্যাচের বিদায় বেলা

‘যেতে নাহি দিব, হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’। আজ চলে যেতে হবে ভালবাসার বন্ধন ছিন্ন করে । চলে যেতে হবে বাস্তবতার স্রোতে গা ভাসিয়ে, হারিয়ে যেতে হবে ব্যাস্ততার মহা সাগরে। এই নির্মতার স্রোত একদিন আপ্নাকেও ভাসিয়ে নিয়ে যাবে কিংবা অনেক আগেই ভাসিয়ে নিয়ে গেছে। কিন্তু এখন যাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে তারা হচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী।

গত ২৬ জুলাই , বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হল র‍্যাগ-ডে । এসময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারমেন ড. কামরুদ্দিন নুর, কোষাধ্যক্ষ ড. লুতফর রহমান এবং বিভাগের সকল শিক্ষকসহ প্রায় সকল শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলে আবেগে আপ্লূত হয়ে পরেন এবং শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে কান্না করেন। বিভাগের চেয়ারমেন ড. কামরুদ্দিন নুর শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘আজ তোমাদের কান্না করার দিন নয়, বরং এগিয়া যাবার ,বিশ্বের দরবারে নিজেদের প্রমান করবার দিন’।

কোষাধ্যক্ষ ড. লুতফর রহমান বলেন,’ তোমরা হচ্ছো বাগানে চাষ করা ফুল, আর তোমাদের এখন কাজ হচ্ছে সবার মাঝে সেই সুভাষ ছড়িয়ে দেয়া’।
তবুও একটা কথা আছেনা, ‘বিদায় বেলায় কাঁদতে নেই’। তাই তারা দিনের শেষভাগে আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে গান করে বিভাগের শিক্ষার্থী এবং চাইল্ড হুড ব্রাদার ব্যান্ডের শিল্পীরা ।

সর্বশেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭, ২১:৪৮
মামুনুর রশিদ
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী শাখা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন