ছিন্নমূল শিশুদের পুনর্বাসনের দাবীতে মানববন্ধন

শিশু হত্যা, শিশু ধর্ষণ, শিশু নির্যাতন বন্ধ ও ছিন্নমূল শিশুদের পুনর্বাসনের দাবীতে মুখে কালো কাপড় বেধে সোমবার (১০ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিশুদের জন্য ফাউন্ডেশন এর সদস্যরা। ঢাকার বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থী মানববন্ধনে যোগ দেয়।

শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু বিষয়ক মামলার দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ছিন্নমূল শিশুদের পুনর্বাসনসহ শিশুদের নানাবিধ দাবী মানববন্ধন থেকে তুলে ধরা হয়।

শিশুদের জন্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, ‘গত ৩ মাসে সারাদেশে ১৪৫ শিশু ধর্ষিত হয়েছে, যা গত বছরের থেকে ৫১ শতাংশ বেশি, পাশাপাশি গণধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় তিন গুণ। এই সরকার শিশুদের জন্য অত্যন্ত আন্তরিক, আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি, সারাদেশে শিশুবান্ধব পরিবেশ তৈরি এবং শিশু হত্যা, ধর্ষণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

শিশুদের জন্য ফাউন্ডেশনের সদস্য ও রাজধানীর ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তোসিফ আলম একুশ শতকে বলেন, আমি আমার জায়গা থেকে শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতনের প্রতিবাদ করছি। আমাদের দেশের সাধারণ জনগনকে এই বিষয়ে সোচ্চার হতে হবে।

মানববন্ধনে বিভিন্ন শিশু সংগঠনের প্রতিনিধি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল কলেজ ধানমন্ডি, সিদ্ধেশরী গার্লস কলেজ, ওয়ারী হাই স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধনে যোগ দেয়।

উল্লেখ্য, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) পরিসংখ্যান অনুযায়ী গেল বছরে ২৯২ শিশুকে হত্যা করা হয়। অপহরণের পর হত্যা করা হয় ৪০ শিশুকে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সূত্রমতে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ৫০ শিশুকে হত্যা করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭, ২২:৩৬
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

সর্বশেষ আপডেট


বিনোদন