চবিতে পুলিশ ও ডিবি’র যৌথ অভিযানে আটক দুই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে। গতকাল রবিবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় একযোগে এই অভিযান চলে। তবে আটকের বিষয়টি আস্বীকার করছে পুলিশ।

আটককৃতরা হলেন, লেডিস ঝুঁপড়ির দোকানদার আব্দুর রহিম ও খালেদা জিয়া হলের প্রহরী মো.উজ্জল।

জানা যায়, রবিবার রাত আটটায় পুলিশ পরিচয়ে সাদা পোশাকে তিনজন এসে লেডিস ঝুঁপড়ির দোকান থেকে রহিমকে নিয়ে যায়। একই সময় বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বর গেইট এলাকা থেকে উজ্জলকে আটক করেছে পুলিশ। পরে তাদের হাটহাজারী থানায় প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

রহিমের স্ত্রী শারমিন আকতার জানায়, `একজন থেকে জেনেছি আমার স্বামীকে পুলিশ নিয়ে গেছে। পরে জিরো পয়েন্ট এসে পুলিশকে জানালে তারা কিছু জানে না বলে জানায়।’
অভিযানের ব্যাপারটি স্বীকার করেছেন পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর। তবে এর বেশি কিছু তারা বলেননি। তবে ডিবি কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা রাজি হয়নি।

এই ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, `হাটহাজারী থানা বিশ্ববিদ্যালয়ে অভিযানের কথা জানিয়েছে। পহেলা বৈশাখকে সামনে রেখে এমন অভিযান হতে পারে। নিরাপত্তার স্বার্থে পুলিশ যেকোন অভিযান চালাতে পারে। অন্য কোন বিষয় থাকলে তা আমরা জানি না।’
এই ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, পহেলা বৈশাখকে সামনে রেখে আমরা বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছি।

সর্বশেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭, ১৪:২৩
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন