নাটকীয় মামলায় লক্ষ্মীপুরের দুই তরুণ সাংবাদিক কারাবন্দি; প্রতিবাদে মানবন্ধন

লক্ষীপুরের দুই তরুণ সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন।
লক্ষীপুরের দুই তরুণ সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন।

লক্ষ্মীপুরে স্থানীয় দুই তরুন সাংবাদিকের বিরুদ্ধে নাটকীয় মামলা সাজিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

শনিবার (১ই এপ্রিল) সকালে লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্র উত্তর তেহমুনীর প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুরের সাংবাদিকদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে হয়। অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক রফিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শাকের মোঃ রাসেল, মীর ফরহাদ হোসেন সুমন, বাংলাদেশ মানবাধিকার জেলা সেক্রেটারী হিজবুল বাহার রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তরুণ সাংবাদিক রাজিব হোসেন রাজু ও সোহেল রানার বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তি দাবী করেন তারা।মানববন্ধনে প্রিন্টি ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদকর্মী ,সমাজকর্মী, ছাত্র-ছাত্রীসহ শতাধিক বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিবর্গগণ অংশ নেন।

স্থানীয়সূত্রে জানাযায়, গত বুধবার রাত ৮ টার দিকে ষড়যন্ত্রের শিকার দুই সংবাদিক সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের মিরকপুর এলাকায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়। ওই সময় স্থানীয়রা এক যুবককে খেলনা পিস্তল, ছুরি ও চাইনিজ কুড়াল দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। পরে ওই সময়ের কথাবর্তা রেকর্ড ও ক্যামেরা দিয়ে ছবি তোলতে গেলে স্থানীয় লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওই যুবককেসহ সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই মিথ্যা গল্প সাজিয়ে দুই সাংবাদিকসহ তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।
এ প্রসঙ্গে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ একুশ শতককে বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নাটকীয় মামলায় পড়ে কারাবন্দি থাকবে, তা অত্যন্ত দুংখজনক। আমরা আশারাখি প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ররাজীব হোসেন রাজু ও সোহেল রানাকে নিঃশর্তে মুক্তি দিবে।

সর্বশেষ আপডেট: ৩ এপ্রিল ২০১৭, ০৯:০৮
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন