সিংগাইরে গণধোলাইয়ের শিকার হয়ে দুই গরু চোর নিহত

সিংগাইরে গণধোলাইয়ের শিকার হয়ে দুই গরু চোর নিহত
সিংগাইরে গণধোলাইয়ের শিকার হয়ে দুই গরু চোর নিহত

সিংগাইরে গণধোলাইয়ের শিকার হয়ে দুই গরু চোর নিহত


মানিকগঞ্জ: সিংগাইরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে ২ চোর নিহত হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর (সজের মোড়া) তিন রাস্তার মোড়ে এলাকায়। নিহতরা হলেন, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পার্শ্ববর্তী দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (২৭) ও ছয়ানি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২) সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে রবিবার গভীররাতে গোয়ার ঘরের তালা ভাঙার চেষ্টা করে ৫ জনের একটি চোর চক্র। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ৫ জনের মধ্যে ২জনকে ধরে গণধোলাই দিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায়২জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের অবস্থার অবনতি দেখে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করেন। সোম সকালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, ধরা পড়ার পর নিহত ২ চোর স্বীকার করেন তাদের সঙ্গে আরও ৩ জন সহযোগী ছিল। তাদের নাম প্রকাশ করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা ২জন পুলিশের তালিকাভুক্ত চোর ছিলেন।

এলাকাবাসীর দাবি, গত তিন বছর ধরে এই চক্র এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে। এর আগেও কয়েকবার তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।

এ ঘটনায় খবর পেয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬, ২০:০৪
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন