হাতিয়ায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী হাতিয়া উপজেলার কয়েকটি এলাকা সম্প্রতি বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকায় বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকের রান্না বন্ধ হয়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। জোয়ারের পানিতে প্লাবিত সোনাদিয়া মাইজরা এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হোসেন রব ফাউন্ডেশন। সোমবার সকালে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক তালিকায় ক্ষতিগ্রস্থ ৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রতি পরিবারের জন্য খাদ্য সহায়তা প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল।

হোসেন রব ফাউন্ডেশনের মানবিক কাজে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থী নিজাম উদ্দিন নিশাদ, কবি নজরুল কলেজের সাবেক শিক্ষার্থী সমির উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ্ করিম সাজিদ, আব্দুল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনোয়ার উল্যাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুর রহমান, তানভীর, হোসেন-এ রব পাঠাগার ইয়ুথ টিমের টিম লিডার আতিক হোসেন, রাকিব উদ্দিন, আব্দুল আলিম প্রমুখ।

সর্বশেষ আপডেট: ২৪ আগস্ট ২০২০, ১৭:৪৮
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন