রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে রাবিতে আলোচনাসভা

১৫৭তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘রবীন্দ্রকাব্যে বাঙালি মানস ও লোকজ ঐতিহ্য’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই আলোচনা সভার আয়োজন করে ফোকলোর বিভাগ।

সভায় বক্তারা বলেন, আজ যখন সবাই চাকরির পড়া নিয়ে ব্যস্ত, তখন যেন আমরা রবীন্দ্রনাথের ‘তোতাকাহিনী’র সেই তোতা পাখির মতো হয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ে এসেও প্রকৃত জ্ঞান চর্চা ছেড়ে মুখস্ত বুলি আওড়াচ্ছি। ঠিক এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রয়োজন। তাঁর গান, কবিতা, সাহিত্য নিয়ে আলোচনা, তাঁর দর্শন, শিক্ষা-ভাবনা, চেতনা ধারণ করার সময় এসেছে। রবীন্দ্রনাথের জ্ঞান শিকড় ধরে যত এগোবো, ততই আমরা প্রকৃত জ্ঞান অন্বেষণ ও বাঙ্গালি মানস ধারণ করতে পারবো।

ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেনের সভপতিত্বে আলোচনাসভায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. আবুল হাসান চৌধুরী।

সহকারী অধ্যাপক ড. হাবিবুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেমন জোসেফ মন্টেক্লার, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোর্বারা সিদ্দিকী, সহযোগী অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী, ড. অনুপম হীরা মন্ডল, ড. রওশন জাহিদ, ড. জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম, ড. রতন কুমার ও ফারজানা রহমান প্রমুখ।#

সর্বশেষ আপডেট: ১০ মে ২০১৮, ২৩:১৫
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন