রাবি পরিসংখ্যান বিভাগের কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বিভাগের বিভাগীয় কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে খোন্দকার মনোয়ার হোসেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড, অধ্যাপক হোসনেয়ারা হোসেন মেরিট স্কলারশিপ ও কাজী মোতাহার হোসেন পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০১৭ সালের পরিসংখ্যানে স্নাতক সম্মান পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় সাম্মে আমেনা তাসমিয়া ‘খোন্দকার মনোয়ার হোসেন মেমোরিয়াল এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। একই পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারী শারমিন আক্তারকে ‘প্রফেসর হোসনেয়ারা হোসেন মেরিট স্কলারশিপ’ প্রদান করা হয়।

এছাড়া পরিসংখ্যানে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অধিকারী বিনইয়ামিন (২০১২), অতুল চন্দ্র সিংহ (২০১৩), সাইফুল ইসলাম (২০১৪), মোসা. তাওয়াবুন নাহার (২০১৫) ও শামিমা খাতুন (২০১৬) কাজী মোতাহার হোসেন পদক অর্জন করে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষর্থী শাহরিয়ার ইসরাক সৈকত ও শিরাজুম মনিরার সঞ্চালনায় বিভাগীয় সভাপতি অধ্যাপক মো. আইয়ুব আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক রাকিব পারভেজ, কোষাধ্যক্ষ অধ্যাপক গোলাম হোসেন, অধ্যাপক আসাদুজ্জামান শাহ, জান্নাতুল নাঈম ও আলহাজ উদ্দীন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এম খলিলুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যপক জান্নাতুল ফেরদৌস ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ। #

সর্বশেষ আপডেট: ১০ মে ২০১৮, ২৩:১৬
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন