সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কবি ও লেখক ইভানা শামস

অ আ ক খ স্কুলে কবি ও লেখক ইভানা শামস।
অ আ ক খ স্কুলে কবি ও লেখক ইভানা শামস।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত অ আ ক খ স্কুলে নিজের বই বিক্রির টাকা অনুদান হিসেবে দান করলেন কবি ও লেখক ইভানা শামস। অস্ট্রেলিয়া প্রবাসী এই কবির ছিল এটি ২য় বই। সাম্যবাদী ও নারীবাদী লেখিকা হিসেবে পরিচিত তিনি।২০১৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যের বই” ধোঁয়া ধোঁয়া, শেষ ছোয়া”।গত বছরেও তিনি অ আ ক খ স্কুল সাভার শাখাতে বই বিক্রির টাকা অনুদান হিসেবে প্রদান করেন।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ডা.নাজমুল ইসলামের হাতে তিনি চেক তুলে দেন।এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন-” আমি একজন নারী। আমি চাই সর্বক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠিত হোক।আন্তর্জাতিক নারী দিবসে আমি প্রত্যাশা করি এই স্কুল থেকে কমপক্ষে দুইটি মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করবে”

এসময় স্কুলের স্বেচ্ছাসেবক জাকির হোসেন,রাশেদুল ইসলাম এবং শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট: ৮ মার্চ ২০১৮, ১৬:৩৪
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন