জাফর ইকবালের হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)

ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রধানমন্ত্রী জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।’

এদিকে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাফর ইকবালের মতো সবার শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের ওপর এই ধরনের হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে।

আজ শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। পরে ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ৩ মার্চ ২০১৮, ২৩:২০
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন