বইমেলায় শাহরিয়ার সোহাগের ‘আমার শহরে তোমার গল্প’

শাহরিয়ার সোহাগ
শাহরিয়ার সোহাগ

অমর একুশে বইমেলায় ছায়াবীথি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শাহরিয়ার সোহাগ এর ৪র্থ গ্রন্থ “আমার শহরে তোমার গল্প”।

শাহরিয়ার সোহাগ। জন্ম যশোরের চৌগাছা উপজেলা শহরে। মাতা প্রাইমারি স্কুল শিক্ষিকা রাশিদা খাতুন। ছোটবেলা থেকে প্রবল সাহিত্যমনা সোহাগ স্কুল জীবন শেষ করে পড়াশুনার জন্য ঢাকা এসে ঢাকার একটি নাট্যদলে তার অভিনয় জীবন শুরু করেন। সেই সাথে পুরোদমে চলে তার লেখালেখি। ২০১৪ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কিশোর উপন্যাস ‘অসমাপ্ত বন্ধুত্ব’। বহুল পঠিত এই বই তাঁর লেখালেখির স্পৃহা বাড়িয়ে দেয়। ২০১৫ সালের একুশে বইমেলাতে পুথিনিলয় থেকে প্রকাশিত হয় তার ২য় কিশোর উপন্যাস ‘চেনা বন্ধু অচেনা পথ’। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে প্রকাশিত হয় তার ৩য় গ্রন্থ ‘হলুদ বাতির হাসি’। এটিও দর্শক সমাদৃত হয়। এক বছর বিরতি দিয়ে ২০১৮ সালের একুশে বইমেলাতে ছায়াবীথি প্রকাশনী বাজারে এনেছে তার ৪র্থ গ্রন্থ এবং ১ম কাব্যগ্রন্থ ‘আমার শহরে তোমার গল্প’। একই মলাটের মধ্যে সমসাময়িক জীবন, প্রেম, দৈনন্দিন টানাপোড়ন, দেশাত্ববোধ, জীবনবোধ সবকিছুই খুব দারুণভাবে তুলে ধরেছেন কবি।

লেখালেখির পাশাপাশি ব্যস্তসময় পার করছেন শর্টফিল্ম, ডকুমেন্টারি নির্মানে। তার পরিচালিত তনু, পিস্তল, বিশ্বাস, পূর্ণতা, রঙের কাগজ বেশ দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে। একইসাথে অভিনয় করছেন মঞ্চোতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় মোহাম্মদ বারীর নির্দেশনায় “বাঁধ” নাটকে অভিনয় করে তিনি বেশ সুনাম অর্জন করেছেন।
তিনি ঢাকা কলেজের ইতিহাস বিভাগে সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী। অমর একুশে বইমেলাতে পাওয়া যাবে শাহরিয়ার সোহাগ এর ৪র্থ গ্রন্থ “আমার শহরে তোমার গল্প”। ছায়াবীথি প্রকাশন স্টল নং- ৪১৬, ৪১৭।

সর্বশেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৮, ০১:২২
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন