স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী কুইজ ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী কুইজ ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী কুইজ ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত।
প্রধান অতিথি প্রফেসর এম ফিরোজ আহমেদ বলেন বলেন, আমরা যখন ছাত্র ছিলাম কে কে দুর্নীতি করছে গুনতে পারতাম। কিন্তু এখন সবাই দুর্নীতি করে, এখন গুনতে হয় কে কে দুর্নীতি করে না। তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতা যখন দুটি মিলিত হয়, তখন দুর্নীতি অপ্রতিরোধ্য হয়ে উঠে। দেশে অধিকাংশ প্রজেক্টে অর্ধেক টাকার কাজ হয়। বাকি অর্ধেক দুর্নীতি। তরুণেরাই পারে একমাত্র এই সমস্যা থেকে উত্তরন করতে।

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে টিআইবির সহযোগিতায় স্টামফোর্ড ইয়েসের আয়োজনে দুর্নীতি বিরোধী কুইজ ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার সকালে বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেস্বরী ক্যাম্পাসে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমিরিটাস প্রফেসর ও সাবেক ভিসি প্রফেসর এম. ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে ছিল মোবাইল আলোকচিত্র প্রদর্শনী। তৃতীয় পর্বে আলোচনা ও পুরষ্কার বিতরনী।

প্রধান অতিথি প্রফেসর এম ফিরোজ আহমেদ বলেন বলেন, আমরা যখন ছাত্র ছিলাম কে কে দুর্নীতি করছে গুনতে পারতাম। কিন্তু এখন সবাই দুর্নীতি করে, এখন গুনতে হয় কে কে দুর্নীতি করে না।
তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতা যখন দুটি মিলিত হয়, তখন দুর্নীতি অপ্রতিরোধ্য হয়ে উঠে। দেশে অধিকাংশ প্রজেক্টে অর্ধেক টাকার কাজ হয়। বাকি অর্ধেক দুর্নীতি। তরুণেরাই পারে একমাত্র এই সমস্যা থেকে উত্তরন করতে।

মোবাইল আলোকচিত্র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মশিউর রহমান বুলবুল, রানার্স আপ আরিফুল ইসলাম, ২য় রানার্স আপ ইমারুল ইসলাম, ৩য় রানার্স আপ মহসিন আরিয়ান, ৪র্থ রানার্স আপ সাফায়েত উল্লাহ সাকিল।

দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন , রানার্স আপ ছাইফুল ইসলাম মাছুম। ২য় রানার্স আপ শাকিলা আজগর, ৩য় রানার্স আপ সৈয়দ আহমেদ, ৪র্থ রানার্স আপ।

প্রোগ্রামের আহবায়ক সোভ অাল অাশভান জানান, আয়োজনে প্রথম থেকে স্টামফোর্ডের শিক্ষার্থীরা বেশ সাড়া দিয়েছিল। দুর্নীতি বিরোধী মোবাইল আলোকচিত্র প্রতিযোগিতায় ছবি জমা পড়েছিল প্রায় দুই শতাধিক এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রায় শতাধিক শিক্ষার্থী।

স্টামফোর্ড ইয়েস লিডার রাখিল খন্দকার বলেন, দুর্নীতির বিরুদ্ধে তরুণদের প্রতিবাদের ভাষা যাতে না হারিয়ে যায়। এই জন্য আমরা এমন প্রতিযোগিতার আয়োজন করেছি। শিক্ষার্থীদের প্রানবন্ত অংশগ্রহনে আমাদের প্রোগ্রাম শতভাগ সফল হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইয়েস মডারেটর মহসিনুল করিম, টিআইবি প্রোগ্রাম ম্যানেজার বরকতউল্লাহ বাবু, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মাসুম বিল্লাহ, স্টামফোর্ড ইয়েস সমন্বয়ক জাফর সাদিক প্রমুখ।

সর্বশেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭, ০০:৪২
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন