স্টামফোর্ডে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টামফোর্ডে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
স্টামফোর্ডে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ছাত্রছাত্রীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘সোশ্যাল সাইন্স স্টাডি ফোরাম’ আয়োজন করে বই পাঠ প্রতিযোগিতা ২০১৭। শনিবার বেলা ১১টায় প্রতিযোগিতাটি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় ডঃ আকবর আলি খানের “আজব ও জবর-আজব অর্থনীতি” বইটির উপর এমসিকিউ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ ২৩ টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহসিনুল করিম, সুস্মিতা ভৌমিক, সিনিয়র লেকচারার -ফারজানা সুলতানা এবং লেকচারার আলামিন পারভেজ। আরো উপস্থিত ছিলেন ফোরামের কোর্ডিনেটর তাবাসসুম তাজিন ও ডেপুটি কোর্ডিনেটর সৈয়দ আহমেদ সহ ফোরামের সদস্যবৃন্দ। প্রতিযোগিতার সার্বিক কার্জক্রম পরিচালনা করেন ফোরামের মোডারেটর ও অর্থনীতি বিভাগের সিনিয়র লেকচারার -সাজিয়া আফরিন।

সর্বশেষ আপডেট: ৭ অক্টোবর ২০১৭, ২০:২০
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন