লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলে আদমশুমারী কার্যক্রম শুরু

লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলে আদমশুমারী কার্যক্রম শুরু।
লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলে আদমশুমারী কার্যক্রম শুরু।

পরিসংখ্যান ব্যুরোর  তত্ত্বাবধানে লালমনিরহাট জেলায় বিলুপ্ত ছিটমহলে (সদ্য বাংলাদেশীদের) আদম শুমারী কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার ভেতরকুটি বাঁশপচাই বিলুপ্ত ছিটমহলে এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এ শুমারী চলবে।

লালমনিরহাট জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক এমরান হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুমারীর উদ্বোধন করেন রংপুর বিভাগের পরিসংখ্যান ব্যুরোর যুগ্ন পরিচালক শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ মাহমুদুল করিম, বীর মুক্তিযোদ্ধা এস.এম শফিকুল ইসলাম কানু প্রমুখ।

প্রসঙ্গত: গত বছরের ৩১ জুলাই মধ্য রাতে ছিটমহল বিনিময়ের মাধ্যমে দীর্ঘ ৬৮ বছরের বন্দি জীবনের মুক্তি মিলে ভারত বাংলাদেশের ১৬২টি ছিটমহলের কয়েক হাজার মানুষের। যার মধ্যে ১১১টি বাংলাদেশের এবং বাকী ৫১টি ভারতের ভুখন্ডের সাথে যুক্ত হয়। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি এবং নীলফামারীতে রয়েছে ৪টি।
লালমনিরহাটের ৫৯টি ছিটমহলের মধ্যে সদর উপজেলায় ২টি, হাতীবান্ধা উপজেলায় ২টি ও পাটগ্রাম উপজেলায় ৫৫টি অবস্থিত। পাটগ্রামের ৫৫টির মধ্যে ১৭টি ছিটমহল জনবসতি শূন্য।

সর্বশেষ আপডেট: ৫ অক্টোবর ২০১৭, ২২:০৮
মাহমুদ হাসান
লালমনিরহাট প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন