পিআইবিতে কমিউনিটি রেডিও সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে কমিউনিটি রেডিও সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) পিআইবি’র সেমিনার কক্ষে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিষয়ক পরিচালক আনোয়ারা বেগম। প্রশিক্ষণ চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে আনোয়ারা বেগম বলেন, ‘সারা বাংলাদেশে সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে পিআইবি। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য পিআইবি ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে। পিআইবি এ পর্যন্ত ১ হাজার ২০৬ টি প্রশিক্ষণ কর্মশালার অায়োজন করেছে। যার মাধ্যমে মোট ৩৪ হাজার ৭৮৫ জন সাংবাদিকতার বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছেন।’

তিনি আরো বলেন, ‘পিআইবির উদ্যোগে আগামী ১লা অক্টোবর থেকে অনলাইন সাংবাদিকতার প্রশিক্ষণ কোর্স চালু হবে। সেখানে সাংবাদিকরা অনলাইনেই বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের মান উন্নয়ন করতে পারবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসি’র প্রধান নির্বাহী বজলুর রহমান, চ্যানেল ২৪ এর বার্তা সম্পাদক আমিন আল রশিদ, প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ।

সর্বশেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৩
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন