অভিন্ন টিউশন ফি’র দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কনভেনশন

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কর্মীসভা
বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কর্মীসভা

অভিন্ন টিউশন ফি’র দাবিতে আগামী সেপ্টেম্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয় কনভেনশন করার ঘোষনা দিয়েছে ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। আজ (১৪ জুলাই) পুরানা পল্টন মুক্তি ভবন প্রগতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মী সভায় ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ এ ঘোষনা দেয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মশিউর সজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের পরিচালনায় আলোচনা করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি জিএম জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী ও সাংগঠনিক সম্পাদক রমেন চক্রবর্তী টিপু। বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই কর্মীসভায় অংশ নেয়।

লিটন নন্দী বলেন, ‘দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। বেসরকারি বিশ্ববিদ্যালয় কনভেনশনের মাধ্যমে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের ন্যূনতম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে’।

এ সময় কনভেনশন প্রস্তুতি পরিষদও গঠন করা হয়।

সর্বশেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭, ০২:২২
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন