সাগর উত্তাল: কক্সবাজারে ৪০ গ্রাম প্লাবিত

কক্সবাজারে ৪০ গ্রাম প্লাবিত
কক্সবাজারে ৪০ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় মোরার রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে বেড়িবাঁধের ভাঙন দিয়ে প্রবেশ করে পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ উপজেলার ৩৫ গ্রাম প্লাবিত হয়েছে।

এ ছাড়া কক্সবাজার শহরের নিম্নাঞ্চলের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে প্লাবিত এলাকার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের কারণে কক্সবাজারে রোববার রাত থেকে শুরু হওয়া ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগরের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কক্সবাজার শহরের নাজিরারটেক, সমিতিপাড়া, ফদনার ডেইল, চরপাড়া ও কুতুবদিয়াপাড়া।

শহরের নাজিরারটেক এলাকা সুলতান আহমদ জানান, জোয়ারের পানি ঘরে প্রবেশ করেছে। ঘরে রান্না পর্যন্ত করতে পারছেন না।

সমিতি পাড়ার রিয়াজ উদ্দিন ও রহিমা বেগম জানান, ঘূর্ণিঝড় মোরার আঘাতে ঘর ভেঙে গিয়েছিল। তারপর সুদে টাকা নিয়ে কোনো রকমে ঘর নির্মাণ করেছেন। কিন্তু রাতে ঝড়ো বাতাসে ঘরের ছাউনি উড়ে গেছে।

বেড়িবাঁধের ভাঙন দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পেকুয়া উপজেলার পাঁচ গ্রাম, মহেশখালীর ১৫ গ্রাম, কুতুবদিয়ার ১০ গ্রাম ও টেকনাফের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

কুতুবদিয়ার স্থানীয় সাংবাদিক লিটন কুতুবী জানান, কুতুবদিয়ার আলী আকবর ডেইল, উত্তর ধুরুং, বড়ঘোপ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওইসব এলাকা থেকে ৮ থেকে ১০ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহ্সান উল্লাহ বাচ্চু জানান, ধলঘাটা ইউনিয়নের উপকূলের মানুষের দুর্ভোগের শেষ নেই। জোয়ারের পানিতে ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ওই সব এলাকা থেকে নৌকা ও ট্রলার দিয়ে মানুষকে সরিয়ে আনা হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি সকাল ৬টায় স্থলনিম্নচাপে পরিণত হয়েছে। রোববার রাতে ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেলেও সকালে তা ৪০ থেকে ৫০ কিলোমিটারে নেমে আসে। নিম্নচাপটি ধীরে ধীরে মাঝারি ও ভারি বৃষ্টিপাতের মাধ্যমে দুর্বল হয়ে পড়বে।

এখনো সাগর উত্তাল রয়েছে এবং ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ আপডেট: ১২ জুন ২০১৭, ১৮:০৫
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন