দনিয়া কলেজ সরকারীকরনের দাবীতে মানববন্ধন

দনিয়া কলেজ সরকারীকরনের দাবীতে মানববন্ধন।
দনিয়া কলেজ সরকারীকরনের দাবীতে মানববন্ধন।

রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কে সরকারীকরণ এর দাবীতে দীর্ঘদিন যাবত আন্দোলন চলছে।তারই ধারাবাহিকতায় (১৭মে) আজ বেলা ১২টায় কলেজর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় এক কিলোমিটার মানব বন্ধন হয়।

এতে কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক,কর্মচারী ও অভিভাবকগন অংশগ্রহন করে।মানব বন্ধনে বক্তারা অতি দ্রুতএই কলেজকে সরকারী করনের দাবী জানায়। এ বিষয়ে কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী আব্দুল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ‘প্রায় ৮হাজার শিক্ষার্থী পড়াশোনা করা ঢাকা -৫ আসনের সর্ববৃহত এই কলেজটি সকল দিক থেকে যোগ্য হওয়া সত্ত্বেও কেন সরকারী করা হচ্ছেনা? কলেজ সরকারিকরন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

সর্বশেষ আপডেট: ১৭ মে ২০১৭, ২০:২৯
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন