বিমানবন্দরের সামনে তল্লাশিচৌকিতে হামলা, নিহত ১

বিমানবন্দরের সামনে তল্লাশিচৌকিতে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান এক যুবক।
বিমানবন্দরের সামনে তল্লাশিচৌকিতে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান এক যুবক।

রাজধানীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের কাছে পুলিশের তল্লাশিচৌকিতে হামলায় একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিমানবন্দর জোনের সহকারী কমিশনার রুহুল আমিন বলেন, হামলাকারী ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলায় পুলিশের কোনো সদস্য বা অন্য কেউ হতাহত হননি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, পুলিশ বক্সের বাইের একটি বোমা হামলা হয়েছে। এতে হামলাকারী নিহত হয়েছেন। আর কারও হতাহতের খবর পাইনি। বিমানবন্দর থানার ওসির বরাত দিয়ে বাসস জানায়, অজ্ঞাত এক যুবক পুলিশের ওই তল্লাশিচৌকির সামন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে তল্লাশির জন্য থামতে বলেন। এ সময় ওই যুবক সামনে এগিয়ে গিয়ে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার স্প্লিন্টারে তাঁর শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও টি-শার্ট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার পর পর আশপাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। পুলিশ-র‍্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে মোতায়েন করা হয়। রাত ৮ টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে যান র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার বলেন, ওই হামলার পর পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর এলাকায় এপিবিএনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক ইকবাল করিম বলেন, গত সপ্তাহে র‍্যাব সদর দপ্তরে হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। সেটা আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দরের প্রবেশমুখে আর্চওয়ে বসানো হচ্ছে।

সর্বশেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭, ২২:৩৮
প্রথম আলো

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন