![]()
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ডেকে নিয়ে প্রাননাশের হুমকি পল্লি বিদ্যুতের তিন কর্মকর্তার এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ যার সাথে বাস্তবতার কোন সম্পর্ক নাই। নিজকে সাংবাদিক পরিচয় দিয়ে নিজের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে পল্লি বিদ্যুৎ জোনাল অফিস চরফ্যাসন শাখার কর্মকর্তা ও ভোলা জেলা পল্লি বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের জড়িয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তৈয়বুর রহমান তুহিন নামের কথিত নামধারী এক সাংবাদিক । স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে কর্মকর্তাদেও জড়িয়ে মনগড়া গল্প সাজিয়ে উদ্ভবট সংবাদ প্রকাশ করা হয়। যার সাথে বাস্তবতার কোন মিল নাই।
মুলত:পল্লি বিদ্যুৎ জোনাল অফিস চরফ্যাসন শাখায় তৈয়বুর রহমান তুহিন নামের এক যুবক নিজকে সাংবাদিক পরিচয় দিয়ে এজিএম ও ডিজিএমের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে টাকা দাবী করছিলেন ওই নামধারী চাঁদাবাজ কথিত সাংবাদিক। তার অনৈতিক প্রস্তাবে সাড়া না পেয়ে ওই নামধারী প্রতারক শ্রেনীর দালাল সাংবাদিক খ্যাত তুহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চরফ্যাসন শাখার কর্মকর্তা ও ভোলা জেলা পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের জড়িয়ে নানা অপপ্রচার শুরু করেন।
ফের তিনি সোমবার সকালে গ্রাহকের কাছ থেকে মিটার দেয়ার নামের টাকা হাতিয়ে চরফ্যাসন জোনাল অফিসে এসে কাজ করে দেয়ার নামের কর্মকর্তাদের চাপ প্রয়োগ করেন। কর্মকর্তারা তার অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু অনলাইন নিউজ পোর্টালে কর্মকর্তাদের জড়িয়ে অপপ্রচার ছড়িয়ে পল্লি বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের নিয়ে এমন উদ্ভবট কল্পকাহিনী লিখে জনমনে বিভ্রান্ত ও কর্মকর্তাদের মানক্ষুন্ন করেন। এমন অহেতুক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রভাকর দাস
ডিজিএম, জোনাল অফিস পল্লি বিদ্যুৎ অফিস
চরফ্যাসন, ভোলা।








পাঠকের মন্তব্য