ঐতিহাসিক মুক্তাঙ্গণ থেকে দখলদারদের উচ্ছেদের দাবিতে সমাবেশ

রাজধানীর ঐতিহাসিক মুক্তাঙ্গণ থেকে দখলদারদের উচ্ছেদের দাবিতে সমাবেশ করেছে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলটি সমাবেশ থেকে ঐতিহাসিক মুক্তাঙ্গণ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক মুক্তাঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন সোস্যাল ডেমোক্রেটিক পার্টি’র আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড. ডা. এম.এ সামাদ, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বিশিষ্ট শ্রমিক নেতা ও ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল হক সরকার, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য মাস্টার সিরাজুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ঝউচ এর আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ বলেন, যদি এই কর্মসুচি পালন করার মধ্য দিয়ে মুক্তাঙ্গণের অবৈধ দখলদার মুক্ত করে রাজনৈতিক কর্মসুচি পালন করার সুযোগ করে না দেয়া হয় তবে দেশের সর্বোচ্চ আদালতে মুক্তাঙ্গণ মুক্ত করার জন্য আইনী লড়াইয়ে নামতে বাধ্য হবো।

সর্বশেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২০, ০১:০৫
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন