প্রতিভাবান লেখক রানার গল্প

বিনোদন জগত মানেই নতুন কিছু,ভালো কিছু। নতুনত্বের কাজ এখন সব জায়গাতেই প্রশংসনীয়। সাইফুল ইসলাম রানা এর দৃষ্টান্ত প্রমাণ। দেশসেরা পরিচালক শিহাব শাহীনের হাত ধরে মিডিয়ায় পথচলা শুরু। তারপর লিখে ফেললেন গত ভ্যালেন্টাইন এ দেশ কাপানো নাটক “তুমি যদি বল”। এই নাটক দিয়েই টেলিভিশন মিডিয়া জগতে দারুণ সফলতা পেয়ে গেছেন তরুণ প্রতিবাভান এই লেখক। তারপর প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ৩.০ এর জন্যেও লিখলেন একটি ছোটগল্প।যার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন মিশু সাব্বির,আজমেরী আশা সহ আরো অনেকেই।

এই লেখকের কাছে তার স্বপ্ন বা ভবিষ্যৎ প্ল্যানিং এর ব্যাপারে জানতে চাইলে বলেন ‘প্রথমেই ধন্যবাদ জানাই শিহান শাহীন ভাইয়াকে।যার জন্যে আজ আমি এত দূর,এত ভালোবাসা পাচ্ছি।ভবিষ্যৎ এ আরো ভালো লেখা,আরো ভালো কাজ নিয়ে আসতে চাই।সবার বেশি বেশি ভালোবাসা পেতে চাই।’

সম্প্রতি শ্যুটিং শেষ হওয়া এক নাটকে অভিনয় করেছেন তিনি।শিহাব শাহীনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব,জাকিয়া বারী মম,সুষমা সরকার সহ আরো অনেকেই।এতে মম ও সুষমা সরকার এর ছোট ভাই হিসেবে দেখা যাবে তাকে।

অভিনয় কেমন লাগে? এমন প্রশ্নের উত্তর অনেকটা হেসেই বলেছিলেন তিনি “আসলে অভিনয়ের প্রতি অতটা ইচ্ছে নেই।আমি অবশ্যই অভিনয়কে ভালোবাসি তবে সেটা আমার কল্পনা শক্তি দিয়ে,আমার লেখা দিয়ে।আমার ডিরেক্টর যদি মনে করেন আমাকে দিয়ে অভিনয় করানো দরকার,তাহলে আমি অবশ্যই অভিনয় করবো।এখন উনি (শিহাব শাহীন) আমার বিস,আমার গার্ডিয়ান। যতদিন বাঁচি উনার জন্যে লিখে যেতে চাই,উনার সাথে থেকে কাজ শিখতে চাই,উনার সাথে থেকেই সবার ভালোবাসা পেতে চাই। তরুণ এই ক্ষুদে প্রতিভাবান লেখক সবার কাছে দোয়া চেয়েছেন।যাতে ভালো কাজ নিয়ে আসতে পারে।

সর্বশেষ আপডেট: ১০ মে ২০১৮, ২৩:১১
সাফাউর রহমান মাসুম
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন