জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়েরা সবাই ছুটে গেলেন মাঠে। বিশ্বজয়ের আনন্দে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটা এর দুই বল আগেই ফিকে হয়ে গেছে। বাংলাদেশের জয় তখন নিশ্চিতই। তবু উদ্যাপনটা হলো অন্য রকম। সর্বশেষ এ মাঠেই বাংলাদেশ জিতেছিল। আবারও এ মাঠে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। সেটিও ২১৫ রানের লক্ষ্য ছুঁয়ে। বাংলাদেশ এই প্রথম টি-টোয়েন্টিতে ২০০ রান পেরোল। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ১৬৪ রান তাড়া করে জিতেছিল। আজ নতুন রেকর্ড গড়ল। তা শুধু নিজেদের রেকর্ড নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত রান তাড়া করে জেতার রেকর্ড খুব বেশি নেই।
রান তাড়ায় চতুর্থ সর্বোচ্চ স্কোর এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা এর বেশি রান তাড়া করে জেতার মাত্র দশম উদাহরণ।
| জয়ী | স্কোর | লক্ষ্য | প্রতিপক্ষ | তারিখ |
| অস্ট্রেলিয়া | ২৪৫/৫ | ২৪৪ | নিউজিল্যান্ড | ১৬ ফেব্রুয়ারী ২০১৮ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২৩৬/৬ | ২৩২ | দক্ষিণ আফ্রিকা | ১১ জানুয়ারী ২০১৫ |
| ইংল্যান্ড | ২৩০/৮ | ২৩০ | দক্ষিণ আফ্রিকা | ১৮ মার্চ ২০১৬ |
| বাংলাদেশ | ২১৫/৫ | ২১৫ | শ্রীলঙ্কা | ১০ মার্চ ২০১৮ |
| ভারত | ২১১/৪ | ২০৭ | শ্রীলঙ্কা | ১২ ডিসেম্বর ২০০৯ |
| দক্ষিণ আফ্রিকা | ২০৮/২ | ২০৬ | ওয়েস্ট ইন্ডিজ | ১১ সেপ্টেম্বর ২০০৭ |
| অস্ট্রেলিয়া | ২০৫/৫ | ২০৫ | দক্ষিণ আফ্রিকা | ৬ মার্চ ২০১৬ |
| ভারত | ২০২/৪ | ২০২ | অস্ট্রেলিয়া | ১০ অক্টোবর ২০১৩ |
| নিউজিল্যান্ড | ২০২/৫ | ২০১ | জিম্বাবুয়ে | ১৪ ফেব্রুয়ারী ২০১২ |
| দক্ষিণ আফ্রিকা | ২০০/৩ | ২০০ | ভারত | ২ অক্টোবর ২০১৫ |








পাঠকের মন্তব্য