নোয়াখালীকে বিভাগের দাবি চট্টগ্রামে

বৃহত্তর নোয়াখালীকে বিভাগের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন।Ekush Shotok
বৃহত্তর নোয়াখালীকে বিভাগের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন।

পলি গঠিত ভাটি বাংলার অন্যতম অঞ্চল বৃহত্তর নোয়াখালীকে বিভাগের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর নোয়াখালী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন অজস্র প্রাকৃতিক সম্পদের বেলাভুমি, বাংলাদেশের অন্যতম এই প্রাচীন অঞ্চল নোয়াখালী কখনো কুমিল্লা বিভাগের অধীনে যাবে না।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের সাবেক জি এস জনাব গোলাম জিলানী। সভাপতির বক্তব্যে তিনি বলেন প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো ইতিহাসের ধারক নোয়াখালী অন্যান্য শহর থেকে দূরে হওয়ার ফলে প্রশাসনের বিকেন্দ্রিকরনে নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য দাবিদার। আমরা নোয়াখালীর মানুষ বিভাগ এর দাবী পুরন না হওয়ার আগে ঘরে ফিরে যাবোনা। প্রয়োজনে আমরা রাস্তায় বসে থাকবো।

হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি সাইফুল্লাহ মুনির বলেন, সকল দিক দিয়ে কুমিল্লার চেয়ে এগিয়ে আছে নোয়াখালী তাই যদি বাংলাদেশে কোন নতুন বিভাগ করা হয় তাহলে সেটা হতে হবে অবশ্যই নোয়াখালী। এতে সেনবাগ পেশাজীবী পরিষদেরর সভাপতি নুর নবি বলেন, বাংলাদেশের প্রায় সকল অান্দোলন সংগ্রামে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নোয়াখালীর বিভিন্ন দেশবরেন্য ব্যাক্তিবর্গ। আর তাই অন্তত তাদের প্রতি শ্রদ্ধা রেখে হলেও নোয়াখালীকে বিভাগ করা উচিৎ। এতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন অংগ সংগঠনের মধ্যে উপস্থিত ছিলো চট্টগ্রামস্থ লক্ষীপুর জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যান সমিতি, চট্টগ্রামস্থ হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ, সেনবাগ পেশাজীবী পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। আরো উপস্থিত ছিলেন সাব্বির উল্ল্যাহ, জামিল ইসলাম রকি, একুশ শতকের চবি প্রতিনিধি মাকসুদুর রহমান, মাসুম বিল্লাহ, ওসমান গনি প্রমুখ।

সর্বশেষ আপডেট: ২১ মার্চ ২০১৭, ০৫:৫৫
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন