মানিকগঞ্জে উদীচীর বর্ণাঢ্য পৌষ উৎসব

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পৌষ উৎসব উদ্বোধন করা হয়।Ekush Shotok
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পৌষ উৎসব উদ্বোধন করা হয়।

মানিকগঞ্জ জেলা উদীচীর আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় ।

গতকাল বিকেল ৩টায়, শহরস্থ আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নানা পেশার মানুষের আগমনে পৌষ উৎসব মুখরিত হয়ে উঠে । বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পৌষ উৎসবে আলোচনা সভা, গান, কবিতা, বিভিন্ন ধরনের পীঠা বানানোর প্রতিযোগিতা ও বায়োস্কোপ দেখার আয়োজন ছিল।

পৌষ উৎসবে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল , পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা মহিলা আওমীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জী প্রমুখ ।

সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচী’র সভাপতি কাজী শিউলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচী’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন।

সর্বশেষ আপডেট: ১৪ জানুয়ারী ২০১৮, ০১:২০
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন