বিজেএসসি’র সাথে সংহতি প্রকাশ স্টামফোর্ডের শিক্ষার্থীদের

বিজেএসসি’র সাথে সংহতি প্রকাশ স্টামফোর্ডের শিক্ষার্থীদের।
বিজেএসসি’র সাথে সংহতি প্রকাশ স্টামফোর্ডের শিক্ষার্থীদের।

‘একতাই বল যোগাযোগই সম্বল’ এই ধ্বনি নিয়ে বাংলাদেশ জার্নালিজম স্টুন্ডেটস কাউন্সিল (বিজেএসসি) এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের অভিষেক এবং ‘‘সাংবাদিকতা শিক্ষা ও পেশা : বর্তমান ও ভবিষ্যত’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। অভিষেক অনুষ্ঠানে অংশ নেয় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেফাউল করিম, অপু মোস্তফা,ছাইফুল ইসলাম মাসুম, হৃদয় সম্রাট, আবদুল্লাহ, প্রীতম, সামান্তা, ইফতি, ঝিলিক, স্বপ্না, জয়া, আমিনুর রহমান হৃদয় প্রমূখ।

এসময় বিজেএসসি’র সাথে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজেএসসির কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক ছাইফুল ইসলাম মাছুম।

সভায় বিজেএসসি’র সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মোঃ মফিজুর রহমান, বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. শাহ মোঃ নিসতার জাহান কবির, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক বরুন ভৌমিক নয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সালমা আহমেদ প্রমূখ। অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।  বিজেএসসি’র সাধারণ সম্পাদক ইমরান আহমেদ এর সঞ্চালনা অনুষ্ঠানে ১১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সর্বশেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭, ২২:৫৭
আমিনুর রহমান হৃদয়
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন