অসহায় রোহিঙ্গাদের পাশে তিলোত্তমা হাতিয়া

রোহিঙ্গাদের পাশে তিলোত্তমা হাতিয়া।
রোহিঙ্গাদের পাশে তিলোত্তমা হাতিয়া।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হাতিয়া দ্বীপের ফেসবুক ভিত্তিক অনলাইন গ্রুপ তিলোত্তমা হাতিয়া। ২৬শে সেপ্টেম্বর কক্সবাজার রোহিঙ্গা শরনার্থী শিবিরে এই ত্রান বিতরন করা হয়।

তিলোত্তমা হাতিয়ার পক্ষ হতে অসহায় রোহিঙ্গাদের হাতে চাল, ডাল, তেল, চিড়া, খাবার পানি, শিশুদের পোশাকসহ নগদ অর্থ প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এডমিন প্যানেলের পক্ষ হতে উপস্থিত ছিলেন মাওঃ আমিরুল ইসলাম মাসুদ,মোঃ মাহমুদ,মোঃ আমিন ও আবদুর রহমান। এমন মানবিক বিপর্যয়ে তাদের পাশে দাঁড়িয়ে মিয়ানমার সরকারের প্রতি তীব্র নিন্দা জানান তারা।

ত্রাণ বিতরণের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শরণার্থীদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানিয়ে মিয়ানমার সরকারকে দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করার দাবী জানান তিলোত্তমা হাতিয়া।

সর্বশেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:২২
আহসান হাবিব রুবেল
হাতিয়া উপজেলা প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন