মায়ের জন্য ভালোবাসা

মা হচ্ছে একজন পূর্নাজ্ঞ নারী। যিনি গর্ভধারন সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সবার কাছে পরিচিত।মা শব্দটার মাঝে এক অসাধারণ মধুময়তা আছে। মা শব্দটার মধ্যে আছে সুখ শান্তি অনেক ভালবাসা। একজন সন্তান এই সবগুলো গুন খুজে পায় তার মায়ের মধ্যে। মা শব্দটা মনে শক্তি জাগায়। তাই অবুঝ শিশু ভয় পেলে মা বলে ডাকে। আমাদের কঠিন মুহুর্তে বা রাস্তা ঘাটে চলার পথে কোন কারণে ব্যাথা পেলে ওমা বলে ডাকি কারণ একজন মা তার সন্তানের সুখ দুঃখের সময়ে পাশে থাকে। ফাঁসির আসামিও তার শেষ সময়ে জীবনের পানা স্মৃতির সাথে স্মরণ করে মাকে তার হয়ত পাষান হৃদয়টি হয়ত কেঁদে উঠে পুনর্জন্মে এক ভালো মানুষ হয়ে ওঠার প্রত্যাশায়।

মা তার সন্তানের জীবনের প্রতি পদে পদে তার অবদান থাকে। আমার জীবনে আমার প্রথম ও সবকিছুর এক এবং মাত্র স্বাক্ষী আমার মা। এখন আমি ইউনিভার্সিটিতে পড়ি এখনো মা আমাকে ভাত খাওয়ায়। তার এখনো আমাকে খোকা বলে ডেকে বলে, খুকা ঘুমথেকে উঠ ইউনিভার্সিটিতে যাবে না। মার চোখে ছেলে কখন বড় হয় না। আসলে শুধু আমার মা নয় প্রথিবীর সকল মাই তার সন্তানের জন্য এই ভালবাসা দিয়ে থাকে। মা তার সন্তানের জন্য জীবন উৎস্বর্গ করে দিয়েছে এখন অনেক হাজার ঘটনা আছে পৃথিবীতে মায়ের ভালবাসার কোন তুলনা হয় না।

মা দিবস হল মায়ের প্রতি সম্মান প্রদর্শন করার বিশেষ দিন। ১৯১৪ খ্রিষ্টাব্দের ৮মে মাসের দ্বিতীয় রোবাবরকে “মা দিবস” হিসাবে উদযাপনের ঘোষনা দেয় মার্কিন কংগ্রেসে তার তখন থেকেই এই দিনে সারা বিশ্বব্যাপি পালিত হচ্ছে ‘মা দিবস’। এই মা দিবসে সকল মায়েদের প্রতি জানাই বিনশ্র শ্রদ্ধা এবং ভালবাসা।

সর্বশেষ আপডেট: ৩০ মে ২০১৭, ২১:০৩
শেফাউল করিম
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি শাখা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন