কমলনগরে ফেসবুক বন্ধু ফোরামের আত্মপ্রকাশ

কমলনগরে ফেইসবুক বন্ধুদের মতবিনিময় সভা।
কমলনগরে ফেইসবুক বন্ধুদের মতবিনিময় সভা।

`আত্ম-মানবতার সেবায় আমরা প্রস্তুত’ স্লোগানকে সামনে রেখে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরের ফেসবুক বন্ধুদের নিয়ে গঠিত হলো `কমলনগর ফেসবুক বন্ধু ফোরাম’। বৃহঃস্পতিবার (৪মে) সন্ধ্যা ৭টায় তোরাবগঞ্জ বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. মোঃ আনোয়ারুল হক, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষা র্বোডের চেয়ারম্যান ও সংগঠনটির অন্যতম উদ্যোক্তা মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল (দাদু ভাই)।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চর লরেন্স ইউপি সদস্য মোঃ ইছমাইল হোসেন, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবদুল হক জবু, তোরাবগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম আলা উদ্দিন, নিউজ পোর্টাল একুশ শতককের কমলনগর প্রতিনিধি জুনাইদ আল হাবিব, পল্লী চিকিৎসক মোঃ নুরনবী ও তরুণ সমাজ সেবক মোঃ রফিক উল্লাহ। ফেসবুক বন্ধু মোঃ সাদ্দাম হোসেন, নিজাম উদ্দিন হাজারী, কামরুল ইসলাম, নাজিম উদ্দিন, মোঃ মাইন উদ্দিন মাইন, আবদুর রহিমসহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের বাস্তব চিত্র আমাদের ফেসবুকে তুলে ধরতে হবে এবং তা হতে হবে গঠনমূলক। যাতে পিছিয়ে পড়া জনপদে লাগে উন্নয়নের ছোঁয়া, মানুষ যেন বাঁচতে পারে স্বাভাবিক জীবনে। তিনি আশ্বাস দিয়ে আরো বলেন, যারা কমলনগর নিয়ে ফেসবুকে ভালো লেখালেখি করবে প্রতি তিন মাস পর তাদের পুরস্কারের দেওয়া হবে।

প্রধান বক্তা মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল (দাদু ভাই) একুশ শতককে বলেন, গরীবদের পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যার সচেতনতা বৃদ্ধি, পিছিয়ে পড়া জনপদ কিংবা নদী ভাঙনের মতো দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানো ও স্বেচ্ছায় রক্তদানের মতো সামাজিক বিভিন্ন কার্যক্রম
পরিচালিত হবে `কমলনগর ফেসবুক বন্ধু ফোরামের’ উদ্যোগে। যা মানবতার কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখবে।

মতবিনিময় সভাটির সঞ্চালনা করেন সংগঠনটির অন্যতম উদোক্তা মোঃ হারুন অর রশিদ।

এ সময় তোরাবগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম আলা উদ্দিনকে সভাপতি করে এবং স্থানীয় কলেজ শিক্ষার্থী মোঃ হারুন অর রশিদকে সাধারন সম্পাদক করে সবার সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

সর্বশেষ আপডেট: ৫ মে ২০১৭, ০৯:৫৯
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন