বন্ধুর জন্য গ্যাংস্টারের গুলি খেতে রাজি ছিলেন শাহরুখ

যাঁরা তাঁর বন্ধু হন তাঁরা নাকি বুঝতে পারেন বন্ধুত্ব কাকে বলে। আর যাঁরা শত্রু তাঁরা নাকি জানেন শত্রুতা কাকে বলে— শাহরুখ খান সম্পর্কে বলিউডে এমনই প্রবাদ চালু রয়েছে।

দিল্লি থেকে এসে মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা হয়েছেন শাহরুখ খান। বলিউডে আজ তাঁর বন্ধুর সংখ্যা সকলের কাছেই ঈর্ষার কারণ। ঘনিষ্ঠ মহলে শাহরুখ বলেন, বলিউডে দু’দশকেরও বেশি সময়ের কেরিয়ারে এই বন্ধুরাই সবচেয়ে আপন। বন্ধুত্বের জন্য শাহরুখ কী করেন না! বলিউডে যখন পা রেখেছিলেন, তখন কেউ পাত্তা দিত না তাঁকে। সেই সময় চাঙ্কি পাণ্ডে ছিলেন বলিউডের অন্যতম সেরা নায়ক। চাঙ্কির কাছ থেকে শাহরুখ অনেক সাহায্য পেয়েছিলেন। কিন্তু, চাঙ্কি এক সময় বলিউড থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন। পরে শাহরুখের উদ্যোগেই চাঙ্কি আবার ছবির অফার পেতে শুরু করেন। চাঙ্কি এখনও এর জন্য শাহরুখকে ধন্যবাদ জানান।

অনেকেই জানেন না, বন্ধুর জন্য বন্দুকের গুলির সামনেও বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন শাহরুখ। আর সেই বন্ধুটি হল করণ জোহর। ১৯৯৯ সালে করণ জোহরের প্রথম পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পেয়েছিল। ছবি মুক্তির আগে মুম্বইয়ের গ্যাংস্টার আবু সালেমের কাছ থেকে ফোন পান করণের মা হিরু জোহর। আবু সালেম ফোনে হুমকি দিয়ে বলেন, বারণ করা সত্ত্বেও ‘কুছ কুছ হোতা হ্যায়’-র মুক্তি থামাননি করণ, তাই তাঁকে তাঁরা গুলি করে খুন করবেন। আতঙ্কিত হিরু গ্যাংস্টার আবু সালেমের ফোনের কথা জানান করণকে। হিরু জানিয়ে দেন, করণকে তিনি বাড়ির বাইরে বের হতে দেবেন না। হিরু নিজেই পুলিশে খবর দিয়ে আবু সালেমের হুমকি ফোনের কথা জানান। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর প্রিমিয়ার শো-এ পুলিশ করণকে ২ পুলিশকর্মীর সঙ্গে একটি ঘরে বন্ধ করে দেয়। এই ঘটনার কথা জানতে পারেন শাহরুখ। তিনি দরজা খুলে করণকে বের করে নিয়ে আসেন।

আতঙ্কিত হিরু জানান, ছেলের উপরে থাকা সালেমের মৃত্যু পরোয়ানার কথা। শাহরুখ হিরুকে আশ্বস্ত করে বলেন, এখানে তেমন কিছু ঘটনার সম্ভাবনা নেই। করণ শুধু তাঁর বন্ধু নন, ছোট ভাইয়ের মতো। তাই, তাঁর মতো দাদা কাম বন্ধু থাকতে কর্ণের কেউ কোনও ক্ষতি করতে পারবে না। আর কেউ যদি কর্ণের ক্ষতি করার চেষ্টাও করে, তা হলে সেই গুলির সামনে নিজেই বুক চিতিয়ে দাঁড়াবেন। শাহরুখের কথায় কিছুটা স্বস্তি বোধ করেন হিরু জোহর। ভাগ্যক্রমে প্রিমিয়ারে সেদিন আবু সালেম বা তার লোকেরা কেউ কিছু করার সাহস দেখায়নি।

সর্বশেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮, ২৩:১৪
এবেলা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন