ডিআইজি মিজান ও তার স্ত্রীকে দুদকের নোটিশ

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রতœার সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের অফিস ও বাসার ঠিকানায় নোটিস দুটি পাঠানো হয়।
দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-১-এর উপপরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত নোটিস দুটির মধ্যে ডিআইজি মিজানেরটি পুলিশ সদর দপ্তর, উত্তরার বাসভবন ও বরিশালের মেহেন্দীগঞ্জের ঠিকানায় পাঠানো হয়। সোহেলিয়া আনার রত্নার নোটিসটি উত্তরার বাসার ঠিকানায় পাঠানো হয়।

এতে বলা হয়, নোটিস প্রাপ্তির দিন থেকে সাত কার্যদিবসের মধ্যে তাদের নামে-বেনামের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব পেশ করতে হবে। যথাসময়ে হিসাব বিবরণী পেশ করা না হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদক তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠানোর অনুমোদন দেয় গত সোমবার। ওই অনুমোদনের পরিপ্রেক্ষিতে বুধবার নোটিস দুটি পাঠানো হয়। নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যে হিসাব পেশ করা সম্ভব না হলে আবেদন করে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নিতে পারবেন তারা।

সর্বশেষ আপডেট: ১১ জুলাই ২০১৮, ২৩:১৬
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন