নিজেকে জানা

নিজেকে জানা
নিজেকে জানা

জীবনে সফলতা লাভের জন্য বা ভালো ক্যারিয়ার গঠনের জন্য, নিজেকে জানাটা সব থেকে জরুরী। আপনি কোন ধরনের কাজ করতে আপনি বেশি আগ্রহী, কি করতে আপনি বেশি ভালোবাসেন। সেটা আপনাকেই নির্ধারন করতে হবে। নিজেকে ভালোভাবে জানতে পারলে সে জানাই হবে যথার্থ।

ধরুন আপনি ইন্জিনিয়ারিং বিষয়টা খুব ভাল বুঝেন,এখন যদি আপনি আপনার পরিবার বা অন্যদের কথায় ডাক্তারি পরতে যান, তবে সেখানে আপনি কতোটুকু সফল হবেন সেটা ভাবনার বিষয়। মহৎ ব্যাক্তিরা বলেন তোমার মন যা চাই তুমি তাই করো। কেননা এখানেই তোমারসফলতা  লুকিয়ে আছে। ধরা যাক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল দলনেতা মাশরাফি বিন মর্তুজার কথা। যে আজ বাংলাদেশের ১৭ কোটি মানুষের প্রান ভোমরা। ক্রিকেট বিশ্বের অন্যতম মহা নায়ক। তার ইচ্ছা ছিল সে একজন ক্রিকেটার হবেন। আজ তিনি তাই হয়েছেন। যদি কখনো তাকে বলা হতো ফুটবলার হওয়ার জন্য। হয়তো তিনি একজন ফুটবলার হতেন। তবে সফল হতেন কি জানি না। কেননা তার ধ্যানে গ্যানে ছিল ক্রিকেট।

ভাই এই দুনিয়ায় অনেক ধরনের পেশা রয়েছে, আপনাকে যে সব পেশা গ্রহণ করতে হবে এমনটা না। আপনি যেই কাজটা ভালো বুজবেন সেটায় করবেন। কেননা দুই নৌকায় পা দিয়ে বেশি দূর যাওয়া যাইনা। আমাদের সমাজে দেখা যায় ভাল বেতনের চাকরিকে সবাই প্রাধান্য দেয়।আবার বেশি বেতনের চাকরি করলে সমাজে কদরটা ও একটু বেশি। তাই সকলেই ঝুকে পড়ে বেশি বেতনের চাকরির দিকে। তবে বেপার টা এমন না হয়ে যদি নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বেশি প্রাধন্য দেওয়া হতো তবে ব্যাপাররা ঈর্ষান্বিও হতো।

আগে জানতে হবে নিজেকে কোন পেশার সাথে মানিয়ে নিতে পারবেন। আসল কথা হচ্ছে অন্যের পেশা দেখে লাভ নেই। নিজেকে জিজ্ঞাসারর মাধ্যমে নির্ধারন করতে হবে কোন পেশাকে বেছে নেওয়া যায়।মনের তৃপ্তিই সবথেকে গূরত্বপূর্ন বিষয়।আর সে জন্য দরকার নিজেকে জানা। নিজের ওপর যে যতো বেশি নির্ভরশীল, সাফল্যের পথে সে তত বেশি এগিয়ে।

সর্বশেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৫
সাফাউর রহমান মাসুম
ফিচার প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন