সততা আর বিশ্বাসের সন্ধানে ফ্রুটিকার অভিনব উদ্যোগ

“মানুষের প্রতি মানুষের বিশ্বাস কি আসলেই আছে? অন-ত দানবাক্সে তালা, বাইকের শিকল আর দড়িতে আটকানো কলম দেখে ধরেই নিয়েছিলাম বিশ্বাস আসলে মৃতপ্রায়। বিশ্বাসের আর নিঃশ্বাস নাই। ঠিক তখনই আমরা খোঁজ পেয়েছিলাম কুমারখালীর শিপনের, দোকানদার ছাড়া ভিন্ন রকম দোকানের। একই রকম সততা ষ্টোরের দেখা মিললো রাজবাড়ীর ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েও। বিশ্বাস ও সততার অভিনব দৃষ্টান- দুটি শেয়ার হলো ফ্রুটিকার ফেসবুক পেইজে। আপনাদের রেসপন্সেও আমরা দেখতে পেলাম বিশ্বাস ও সততার শক্তিকে বাঁচিয়ে রাখার প্রেরণা…”

গল্পের শুরুটা হয়েছে এভাবেই। মানুষের মাঝে কতটুকু সততা আর বিশ্বাস অবশিষ্ট রয়েছে তা দেখতে ফ্রুটিকা উদ্যোগ নিলো এক অভিনব পরিক্ষার। রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, নিউ মার্কেট, উত্তরা আর ধানমন্ডির ফুটপাথে বসানো হলো ফ্রুটিকার বুথ। সেখানে রাখা হলো থরে থরে সাজানো ফ্রুটিকার বোতল আর একটি কাঁচের বাক্স। যেটিতে আগ্রহী ক্রেতারা ফ্রুটিকার দাম পরিশোধ করতে পারবেন। কিন্তু টাকা বুঝে নেয়ার জন্যে ছিলোনা কোন দোকানদার। শুধু ষ্ট্যান্ডে ঝুলানো একটি ব্যানারে লেখা ছিলো, “নিজ দায়িত্বে টাকা দিন, পছন্দের ফ্রুটিকা বুঝে নিন। বিশেষ মূল্য ২০টাকা।”।

ফ্রুটিকার প্রশ্ন ছিলো, কি হবে এরপর? কে জিতবে এই সততার পরিক্ষায়? ৩দিন ধরে চলে এই অভিনব পরিক্ষা।

কি হয়েছিলো ফলাফল?

৩দিনে ফ্রুটিকা কিনেছেন ৪১৮ জন ক্রেতা। তাদের প্রায় প্রত্যেকেই ফ্রুটিকা নেয়ার সময় মূল্য পরিশোধ করেছিলেন পাশে রাখা কাঁচের বাক্সে। মুষ্টিমেয় কিছু মানুষ মূল্য পরিশোধ না করেই ফ্রুটিকা নিয়ে গেছে। দোকানদারহীন দোকানে মূল্য পরিশোধের ক্ষেত্রে সততার পরিচয় দিয়েছে ৯৮ ভাগ মানুষ।

অতএব এই পরিক্ষায় সফলভাবে উত্তীর্ন হয়েছে সততা আর জয় হয়েছে বিশ্বাসের।

অনেকটা তথ্যচিত্রের আদলে তৈরী ফ্রুটিকার নতুন এই বিজ্ঞাপণটি ব্যাপক প্রংশসা কুড়িয়েছে। বিশেষভাবে প্রশংসিত হয়েছে সততার পরিক্ষা নেয়ার অভিনব উদ্যোগটি।

আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর পণ্য ফ্রুটিকার এই বিজ্ঞাপণটি নির্মান করেছে মিডিয়াকম লিমিটেড এবং কালারবার ফিল্মস।

সর্বশেষ আপডেট: ১২ মার্চ ২০১৭, ০৮:২৭
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন